ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল অস্ট্রেলিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২১, ০৪:০৫

ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করল অস্ট্রেলিয়া

করোনা মহামারি মোকাবিলার কারণে সীমান্তে বিদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল অস্ট্রেলিয়া সরকার। এখন শিথিল করা হচ্ছে সেই নিষেধাজ্ঞা।

নতুন নিয়মে, ১ ডিসেম্বর থেকে টিকার ডোজ সম্পন্ন করা এবং ভিসাধারী বিদেশিরা ঢুকতে পারবেন অস্ট্রেলিয়ায়। স্থানীয় সময় সোমবার (২০ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেন। ফলে দক্ষ অভিবাসী, বিদেশি শিক্ষার্থী, এমনকি জাপান ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা সুযোগ পাচ্ছেন অস্ট্রেলিয়ায় প্রবেশের। তবে করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে তাদের। যদিও জাপান ও কোরিয়ার যাদের বৈধ ভিসা আছে এবং যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের থাকতে হবে না কোয়ারেন্টাইনে।

২০২০ সালের মার্চ মাসে বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় মে মাস থেকে সীমান্ত নিষেধাজ্ঞা জারি করে অস্ট্রেলিয়ার সরকার। এমনকি নিজ দেশের নাগরিকদের বেলায়ও এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top