শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

বৈঠকে বসছেন মমতা-মোদী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০০:০২

বৈঠকে বসছেন মমতা-মোদী

ত্রিপুরায় সংঘাত আর সীমান্তরক্ষী বাহিনীর এখতিয়ার বাড়াতে কেন্দ্রের সিদ্ধান্ত নিয়ে উত্তেজনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার (২৪ নভেম্বর) বিকাল ৫টায় দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরে হবে এই বৈঠক।

মমতা বলেছেন, দিল্লি সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠকে বিএসএফের এখতিয়ার বৃদ্ধির পাশাপাশি ত্রিপুরায় সহিংসতা সংক্রান্ত বিষয়গুলো তুলবেন তিনি।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রালয় সম্প্রতি পশ্চিমবঙ্গসহ সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিএসএফের এখতিয়ার বাড়ানোর আদেশ জারি করেছে। এই পদক্ষেপটি মমতার তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে রাজনৈতিক মতপাথ্যর্কের জন্ম দিয়েছে।

তৃণমূল সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী ২৫ নভেম্বর পর্যন্ত দিল্লিতে থাকবেন। তার তিন দিনের সফরে দলের জাতীয় ও আঞ্চলিক নেতাদের সঙ্গেও কথা বলবেন মমতা।

এনএফ৭১/এমএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top