২০২২ এ সীমানা খুলবে নিউজিল্যান্ড
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২১, ০৪:৪০
করোনা মহামারি মোকাবিলায় দেড় বছরের বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা শিথিল করে পুনরায় সীমান্ত চালু করার সময়সীমা নির্ধারণ করেছে নিউজিল্যান্ড সরকার। ২০২২ সালের জানুয়ারি মাসেই সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
নিউজিল্যান্ডের কোভিড রিসপন্স মিনিস্টার ক্রিস হিপকিন্স বলেন, দেশকে করোনা থেকে সুরক্ষায় আমাদের প্রথম পদক্ষেপ ছিল সীমান্ত নিষেধাজ্ঞা। তিনি আরও বলেন, আমরা জানি যে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে অনেক মানুষের ক্ষেত্রে বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে ক্রিসমাসের আগে সীমান্ত খোলার বিষয়ে সিদ্ধান্ত নেই সরকারের।
তিনি সতর্ক করে বলেন, বিশ্বের বিভিন্ন দেশের করোনার সংক্রমণ আরও বেড়েছে, বিশেষ করে ইউরোপে। তাই সীমান্ত পুনরায় চালু হওয়ার পর আমাদের অধিক সতর্ক থাকতে হবে। সীমান্ত ধাপে ধাপে খুলে দেওয়া হবে। তাছাড়া শুধু টিকার দুই ডোজ সম্পন্ন করা মানুষদের জন্যই খুলবে সীমান্ত এমনটা জানিয়েছেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নিউজিল্যান্ড জেসিন্ডা আরডার্ন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।