ইন্টারপোলের প্রেসিডেন্ট হলেন আমিরাতের কর্মকর্তা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ০৬:০১
আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তা আহমেদ নাসের আল রাইসি। তিনি ২০২৫ সাল পর্যন্ত লিয়নভিত্তিক সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) তুরস্কে অনুষ্ঠিত নির্বাচনে আল রাইসি নির্বাচিত হন। তার মূল প্রতিদ্বন্দ্বি ছিলেন চেক পুলিশ কর্মকর্তা কর্নেল সারকা হাভরানকোভা।
মেজর জেনারেল পদ মর্যাদার ড. আল রাইসি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ মহাপরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। ইন্টারপোলের সদস্য ১৪০টি দেশের প্রতিনিধিদের ভোটে সংস্থাটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তিনি।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।