রাশিয়ায় কয়লা খনিতে নিহতের সংখ্যা বেড়ে ৫২

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১, ২৩:১৬

রাশিয়ায় কয়লা খনিতে নিহতের সংখ্যা বেড়ে ৫২

রাশিয়ায় ভয়াবহতম খনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাশিয়ার সাইবেরিয়ায় একটি কয়লা খনিতে আগুন ধরে গেলে গ্যাসে দমবন্ধ হয়ে প্রাথমিকভাবে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর দিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স। আরও কয়েক ডজন মানুষ খনির ভেতরে আটকা পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় কর্মকর্তারা।

রাতে উদ্ধার অভিযান ব্যর্থ হলে নিখোজ শ্রমিকদের নিহতের সংখ্যা বাড়ে। বেশ কয়েকজন উদ্ধারকারীর দমবন্ধ হওয়ার উপক্রম হলে অভিযান বন্ধ করে দিতে বাধ্য হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জরুরি পরিসেবার একটি সূত্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, খনিতে আটকাপড়াদের মধ্যে ‘কেউ বেঁচে নেই’।

দেশটির জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় বলেছে, খনির ভেতরে ধোঁয়া ছড়িয়ে পড়ায় ২৮৫ জনের মতো কর্মীর বেশির ভাগ সেখান থেকে বেরিয়ে আসেন। যদিও কী কারণে এ ধোঁয়ার সৃষ্টি হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি মন্ত্রণালয়।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top