ওমিক্রন ঠেকাতে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ০৪:৩০
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ঠেকাতে জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্ক। রাজ্যটির গভর্নর ক্যাথি হোচৌল স্থানীয় সময় শুক্রবার জরুরি অবস্থা জারি করেন।
নিউইয়র্কের গভর্নর বলেন, রাজ্যে ওমিক্রণের সংক্রমণ এখনও শনাক্ত হয়নি। তবুও সর্তকতা হিসেবে হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় এবং কম গুরুত্বপূর্ণ কাজগুলো সীমিত করতে এবং জরুরি চিকিৎসার সরঞ্জামাদি দ্রুত সরবরাহ করতে আদেশ দিচ্ছি। ৩ ডিসেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে। ১৫ জানুয়ারি পরিস্থিতি বুঝে বিষয়টি পর্যালোচনা করা হবে।
কোভিডের চতুর্থ ঢেউয়ে নিউইয়র্কের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর ভিড়। বিভিন্ন দেশ থেকে খবর আসছে মহামারির নতুন ধরন ওমিক্রনের প্রকোপ ছড়িয়ে পড়ার। সেই পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করল নিউইয়র্ক।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।