৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি সৌদিতে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২১, ২৩:৩২

৭ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি সৌদিতে

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় আফ্রিকার ৭ টি দেশের নাগরিকদের সাময়িক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। ওই সাতটি দেশ হচ্ছে-মালাউই, জাম্বিয়া, মাদাগাসকার, অ্যাঙ্গোলা, কমোরোস, মৌরিতানিয়া, সিচেলিস।

সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে। এর মধ্য দিয়ে আফ্রিকার ১৪ দেশের ওপর সৌদির ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর হলো। নিষেধাজ্ঞায় উল্লেখ্য এসব দেশের কোনো ফ্লাইট সৌদিতে প্রবেশ করতে পারবে না। আবার সৌদির কোনো ফ্লাইটও ওইসব দেশে যাত্রী নিয়ে যাবে না।

এছাড়া অন্যান্য দেশ থেকে যারা সৌদিতে যেতে চাইবেন তাদেরকে টিকা নেওয়া থাকতে হবে এবং ৫ ‍দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top