এবার নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়ায় ওমিক্রন

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১, ০৫:২৭

এবার নেদারল্যান্ডস, ডেনমার্ক, অস্ট্রেলিয়ায় ওমিক্রন

ক্রমেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। শেষ খবর পাওয়া পর্যন্ত নেদারল্যান্ডে ১৩ জন আক্রান্ত হয়েছে। পাশাপাশি ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে দুইজন করে।

ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডাম আসা দুইটি ফ্লাইটের যাত্রীদের মধ্যে ১৩ জনের শরীরে পাওয়া যায় ওই ভাইরাস। ওই দুই ফ্লাইটের ৬০০ জনের বেশি যাত্রীদের পরীক্ষায় ৬১ জন করোনায় আক্রান্ত বলে জানা গেছে এবং নতুন এই ভ্যারিয়েন্ট তাদের দেহেও রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এর আগে মঙ্গলবার করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট শনাক্তের কথা জানায় দক্ষিণ আফ্রিকা। শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভ্যারিয়েন্টকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top