ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের ওষুধ কার্যকর: প্রধান নির্বাহী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২১, ০৪:২৮

ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের ওষুধ কার্যকর: প্রধান নির্বাহী

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে কাজ করবে ফাইজারের ওষুধ। এমনটাই জানিয়েছেন, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলবার্ট বোরলা। মার্কিন গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আলবার্ট বোরলা বলেছেন, এই ওষুধ যে কোনো পরিচিত মিউটেশনের বিরুদ্ধে কাজ করবে বলে আমি আত্মবিশ্বাসী। এমনকি ওমিক্রনের বিরুদ্ধেও এটি কার্যকর প্রমাণিত হবে। তবে একই সঙ্গে অন্যান্য ওষুধ নিয়েও কাজ হবে।

তিনি বলেন, ফাইজারের মুখে খাওয়ার ওষুধ এমনভাবে তৈরি করা হয়েছে যা সব ধরনের মিউটেশনের বিরুদ্ধে কাজ করতে সক্ষম।

করোনাভাইরাসের হালকা থেকে মাঝারি লক্ষণের চিকিৎসার জন্য ফাইজারের বড়ি ব্যবহারের অনুমতি চেয়ে প্রতিষ্ঠানটি চলতি বছরের ১৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের কাছে আবেদন করেছে। ফাইজারের দাবি, তাদের করোনার মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিড ৮৯ শতাংশ পর্যন্ত হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি কমাতে সক্ষম। ৭৭৪ জন অংশগ্রহণকারীর ওপর গবেষণা চালিয়েছিল প্রতিষ্ঠানটি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top