সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ০০:৩৫

সৌদি আরবে ওমিক্রন শনাক্ত

সৌদি আরবে দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। বুধবার সৌদি আরবই প্রথম মধ্যপ্রাচ্যের দেশ যেখানে ওমিক্রন শনাক্ত হলো বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএকে জানিয়েছে, সৌদি আরবে একজনের শরীরে ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। ওই সৌদি নাগরিক দক্ষিণ আফ্রিকা ফেরত বলেও নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, ওমিক্রনের বিস্তার রোধে গেল আসপ্তাহেই আফ্রিকার সাত দেশের ওপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। তবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের বিমান যোগাযোগ অব্যাহত রয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top