মমতা ব্যানার্জীর বিরুদ্ধে জাতীয় সংগীত অবমাননার অভিযোগ বিজেপির
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২১, ০০:৫৫
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা ব্যানার্জীর বিরুদ্ধে এবার ভারতের জাতীয় সংগীত অবমাননার অভিযোগ তুললো বিজেপি। এ নিয়ে তারা পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বুধবার (১ ডিসেম্বর) মুম্বাইয়ে একটি সংবাদ সম্মেলনের সময় জাতীয় সংগীত শুরুর খানিকটা পরে উঠে দাঁড়ান মমতা ব্যানার্জী। এ নিয়েই সরব হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অসম্মান করেছেন ভারতের জাতীয় সংগীতকে।
এরপর থেকে একের পর এক বিজেপি নেতা সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। ভিডিওতে দেখা যায়, মাঝপথে জাতীয় সংগীত শেষ করে হঠাৎই বসে যান মমতা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতার বিরুদ্ধে এক বিজেপি নেতা পুলিশে অভিযোগ জানিয়েছেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেতা মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী বিজেপি জাতীয় সংগীত অবমাননার অভিযোগ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।