ইউক্রেন নিয়ে ভার্চুয়াল বৈঠকে বাইডেন-পুতিন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২১, ০০:৪১
ইউক্রেন নিয়ে উত্তেজনা উত্তরোত্তর বাড়ার মধ্যেই মঙ্গলবার (৭ ডিসেম্বর) ভিডিও কলে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিন, এমনটি জানিয়েছে হোয়াইট হাউজ।
শনিবার রাতে প্রকাশ করা এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বলেন, রুশ প্রেসিডেন্টের সাথে এই ভিডিও বৈঠকে বাইডেন ‘ইউক্রেন সীমান্তে রুশ সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে মার্কিন উদ্বেগ তুলে ধরবেন এবং ইউক্রেন রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করবেন’।
ইউক্রেন বলছে, রাশিয়া সাঁজোয়া যান ও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামসহ ৯৪ হাজার সৈন্য সমাবেশ করেছে তাদের সীমান্তে। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রাইমিয়া দখল করে নেয়ার পর দেশটির সীমান্তে এটাই রাশিয়ার সর্ববৃহৎ সৈন্য সমাবেশের ঘটনা।
এদিকে শুক্রবার বাইডেন সতর্ক করে দিয়ে বলেন, পুতিন যা করবেন বলে লোকে আশঙ্কা করছে, তা করা ‘খুব, খুব কঠিন’ করে তুলবেন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ইউক্রেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভ্লাদিমির পুতিন রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট জো বাইডেন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।