আইসক্রিমের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাডাম ফাজেকাস

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১, ০৩:৩১

আইসক্রিমের বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাডাম ফাজেকাস

সম্প্রতি শেষ হয়েছে আইসক্রিমের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার বিচারক ছিলেন ১১ জন বিশেষজ্ঞ। ৩২ প্রতিযোগীর মধ্য থেকে অবশেষে জয়ী হন হাঙ্গেরির অ্যাডাম ফাজেকাস। এই প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের প্রথম সারির পেশাদার আইসক্রিম প্রস্তুতকারীরা।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ইটালির বোলোনিয়া শহরে অনুষ্ঠিত হয় আইসক্রিমের বিশ্ব চ্যাম্পিয়নশিপ হিসাবে খ্যাত বিশ্ব জেলাটো ফেস্টিভ্যালের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ী আইসক্রিমটি নাম ‘পিস্তাচিও ফ্রুট', অর্থাৎ পেস্তা৷ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের বাসিন্দা অ্যাডামের অভিনব কায়দায় আইসক্রিমটির পরিবেশনা দেখে বিচারকরা চমৎকৃত হয়ে যান বলে জানান আয়োজকরা।

দ্বিতীয় পুরষ্কার পান স্পেনের কাদিজ শহরের কার্লো গুয়েরিরো। তিনি বানিয়েছিলেন ‘ক্রিমি ওলোরসো ওয়াইন আইসক্রিম’, যার উজ্জ্বল রঙ তাক লাগায় বিচারকদের। তৃতীয় স্থান লাভ করে ব্রোঞ্জ জেতেন ইটালির উত্তরাঞ্চলের শহর ভারাৎজের মার্কো ভেন্তুরিনো। তিনি বানিয়েছিলেন ‘বোকা দি রোজা' নামের একটি আইসক্রিম।

উদ্যোক্তাদের মতে, গত চার বছর ধরে নানা অনুষ্ঠানে ঘুরে ঘুরে এই প্রতিযোগীদের বেছে নেন তারা। বাছাই বত্রিশে পৌঁছাতে প্রায় সাড়ে তিন হাজার রকমের আইসক্রিম পরখ করে দেখেন তারা।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top