ভারতকে এস-৪০০ সরবরাহ করেছে রাশিয়া

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ০৩:০০

ভারতকে এস-৪০০ সরবরাহ করেছে রাশিয়া

ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহের কাজ শুরু করেছে রাশিয়া। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক সংক্ষিপ্ত সফর শেষে নয়াদিল্লি ত্যাগ করার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী হর্ষ বর্ধন শ্রিংলা এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি মাসে এস-৪০০ সরবরাহ শুরু হয়েছে এবং এ প্রক্রিয়া চলবে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পুতিনের নয়াদিল্লি সফর সংক্ষিপ্ত হলেও ছিল উচ্চমাত্রায় ফলপ্রসূ ও বাস্তবসম্মত। এই সফরে পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী এ সময় ২৮টি সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও জানান হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেন, বার্ষিক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যোগ দিতে পুতিনের নয়াদিল্লি সফরে প্রমাণিত হয়েছে তিনি ভারত-রাশিয়া সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কেরও যথেষ্ট গুরুত্ব তার কাছে রয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top