সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে ভারত ক্যামেরা বসালো

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ০৪:২০

সুন্দরবনে বাঘের সংখ্যা জানতে ভারত ক্যামেরা বসালো

বাঘের সংখ্যা জানতে সুন্দরবনে নিজেদের অংশে ক্যামেরা বসানোর কাজ শুরু করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বন দপ্তর। রোববার (৫ ডিসেম্বর) থেকে ক্যামেরা বসানোর কাজ শুরু করার কথা থাকলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে তা পিছিয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) থেকে শুরু করা হয়েছে।

সেই মোতাবেক মঙ্গলবার সকাল থেকেই বাঘ শুমারির কাজে লেগে পড়েছেন বনকর্মীরা। চার বছর পর ফের সুন্দরবনের জঙ্গলে বাঘের সঠিক সংখ্যা কত তা জানতে কাজ শুরু হলো। সুন্দরবনের গভীর জঙ্গলে ক্যামেরা বসিয়ে বাঘের ছবি তোলা হবে। এক মাসব্যাপী ছবি তোলার পর সেই ছবি বিশ্লেষণ করে জঙ্গলে বাঘের আনুমানিক সংখ্যা নির্ধারণ করবে বন দপ্তর।

মোট তিনটি পর্বে বাঘ গণনার কাজ চলবে। প্রথম পর্বে নৌকায় বা ভুটভুটিতে জঙ্গল লাগোয়া নদীতে ঘুরে ঘুরে বাঘের পায়ের ছাপ বা যেসব এলাকায় বাঘের অবস্থান বেশি তা চিহ্নিত করে নির্দিষ্ট মোবাইল অ্যাপে নথিভুক্ত করবেন বনকর্মীরা। এরপর দ্বিতীয় পর্বে ক্যামেরা বসানোর কাজ চলবে। আর তৃতীয় পর্বে সেই ক্যামেরায় ওঠা ছবি বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top