সমকামী বিয়ের বৈধতা দিচ্ছে চিলি

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২১, ২৩:৩৫

সমকামী বিয়ের বৈধতা দিচ্ছে চিলি

সমকামী বিয়ের বৈধতা দেওয়ার জন্য চিলির সংসদে একটি আইন পাস হয়েছে। এক দশকের দীর্ঘ আইনি লড়াইয়ের পর মঙ্গলবার (৭ ডিসেম্বর) কংগ্রেসে পাস হওয়া এ আইনটি রক্ষণশীল দক্ষিণ আমেরিকান দেশটির জন্য একটি মাইলফলক বলে মনে করছেন সমর্থনকারী অনেকেই।

আইনটির ওপর ভোটের পর চিলির সামাজিক উন্নয়নমন্ত্রী কার্লা রুবিলার বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। কারণ আমাদের দেশ সমকামী বিবাহকে অনুমোদন দিয়েছে। ন্যায় বিচার ও সমতার দিক থেকে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। ভালোবাসাকে স্বীকৃতি দেওয়া হলো বলেও জানান তিনি।

মঙ্গলবার চিলির সিনেট ও পার্লামেন্টের নিম্নকক্ষ উভয়ই বিলটির পক্ষে ব্যাপক ভোট দিয়েছে। সিনেট অস্পষ্টতা স্পষ্ট করার জন্য একটি কমিটিতে ফেরত পাঠানোর আগে আইনটি নভেম্বরে আংশিকভাবে অনুমোদিত হয়েছিল। এদিকে, দেশটির বর্তমান রাষ্ট্রপতি সেবাস্তিয়ান পিনেরার মেয়াদ শেষ হবে মার্চ মাসে। তিনিও সমর্থন করেছেন বিলটিকে। এটিকে চূড়ান্তভাবে আইনে পরিণত করার জন্য তিনি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top