চ্যান্সেলরের নেতৃত্বে জার্মানির নতুন সরকারের যাত্রা শুরু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০০:৫২
অবশেষে নির্বাচনের ৭২ দিন পর জার্মানিতে গঠিত হয়েছে নতুন সরকার। দেশটির নবম চ্যান্সেলর হিসেবে স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) দায়িত্ব গ্রহণ করেছেন সামাজিক গণতান্ত্রিক দলের ওলাফ শোলজ। অ্যাঞ্জেলা মার্কেলের ১৬ বছরের শাসনের পর এবার ইউরোপিয়ান ইউনিয়নের শক্তিশালী এবং বৃহত্তর অর্থনীতির দেশটির শাসনভার বর্তাল তার ওপর।
নতুন সরকার জার্মানির আধুনিকীকরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য লড়াই করার উচ্চ আশা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছে। এছাড়া এই সরকার একটি আধুনিক অভিবাসন নীতি, দ্বৈত নাগরিকত্ব আইন পাস, নূন্যতম মজুরি ১২ ইউরো করাসহ বেশকিছু পরিবর্তনের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। তবে করোনাভাইরাস মহামারি বর্তমানে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেই বিবেচিত হবে।
বুধবার সকালে জার্মান পার্লামেন্টের (বুন্ডেস্টাগ) সদস্যরা ভোট দিয়ে নতুন চ্যান্সেলর হিসেবে ওলাফ শোলজকে নির্বাচিত করেন। জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ার আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলর হিসেবে নিয়োগ দিয়েছেন তাকে। পরে সদ্যবিদায়ী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল নতুন চ্যান্সেলর ওলাফ শোলজকে আনুষ্ঠানিকভাবে চ্যান্সেলর অফিস হস্তান্তর করেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: চ্যান্সেলর চ্যান্সেলর শোলজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।