ভারতের এস-৪০০ ক্রয়ের খবরে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ০৩:৩৩

 ভারতের এস-৪০০ ক্রয়ের খবরে যুক্তরাষ্ট্র

ভারতে রাশিয়া আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ সরবরাহ করার খবরে যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে।

২০১৮ সালে রাশিয়ার সঙ্গে দূরপাল্লার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনার জন্য ভারত সাড়ে ৫ বিলিয়ন ডলারের চুক্তি করে। সেই চুক্তির পর থেকেই রাশিয়ার এ প্রতিরক্ষাব্যবস্থা না কিনতে চাপ দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। সম্প্রতি দিল্লিতে পুতিনের এক ঝটিকা সফরের পর সোমবার ভারত জানায়, রাশিয়া তাদের এস-৪০০ সরবরাহ শুরু করেছে।

এ খবরের পর থেকেই যুক্তরাষ্ট্র নতুন করে চাপ প্রয়োগ করছে ভারতকে। এমনটি নিষেধাজ্ঞা আরোপেরও চিন্তা করা হচ্ছে বলে জানা গেছে।

এনএফ৭১/এনজেএ/২০২১

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top