মেক্সিকোয় সড়ক দুর্ঘটনায় ৫৩ জন নিহত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২১, ২৩:১৮
মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি ট্রেইলার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৫৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় হতাহতদের মধ্যে বেশিরভাগই অভিবাসনপ্রত্যাশী।
বিবিসির তথ্য মতে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। ৫৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর সেখানকার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেসব ছবিতে দেখা যায়, হতাহতরা মহাসড়কে ছড়িয়ে ছিঁটিয়ে পড়ে আছেন। এছাড়া ট্রাকের কার্গো এলাকার ভিতরেও পড়ে আছে অনেকের দেহ।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওবরাদর। এক টুইট বার্তায় তিনি বলেন, এ ঘটনা খুবই বেদনাদায়ক।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: মেক্সিকো
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।