খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে ইইউ এমপির চিঠি
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৩:৫৫
ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য খালেদা জিয়াকে মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন। স্থানীয় সময় বুধবার (৮ ডিসেম্বর) ড. আইভান স্টেফানেক নামে ওই সদস্য এ অনুরোধ জানান।
চিঠিতে তিনি লেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বের হয়েছে। তার শর্তাধীন মুক্তির মেয়াদ বৃদ্ধি ও জরুরি ভিত্তিতে চিকিত্সার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে তার পরিবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির বিষয়টির ওপর আলোকপাত করে আপনি (শেখ হাসিনা) ও আপনার সরকারের কাছে আবেদন করব, জরুরি চিকিত্সার জন্য তাকে বিদেশে পাঠাতে তার পরিবারের আবেদনে যেন অনুমোদন দেওয়া হয়।
উল্লেখ্য, ১৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন তিনি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: খালেদা জিয়া ইইউ এমপির চিঠি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।