যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২১, ২২:১০

যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা

১৮ বছরের বেশি বয়সের সবাইকেই চলতি সপ্তাহ থেকে বুস্টার ডোজ প্রয়োগ শুরু করা হবে বলে জানিয়ে যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে একথা জানান তিনি।

বরিস জনসন বলেন, ‘কারোরই কোনও সন্দেহ থাকা উচিত নয় যে, ওমিক্রনের জোরালো ঢেউ আসছে।’ দেশের সব প্রাপ্তবয়স্ককে এই মাসের মধ্যে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করা হয়েছে। বুস্টার ডোজ প্রয়োগে জোর দিতে চিকিৎসা সংক্রান্ত অন্য কয়েকটি কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসনের এ বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই যুক্তরাজ্যের করোনা সতর্কতা বাড়িয়ে করা হয় লেভেল চার। নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বাড়ানো হয়েছে এই সতর্কতা। সর্বশেষ চলতি বছরের মে মাসে দেশটিতে এই মাত্রার সতর্কতা ছিলো।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top