গাঁজা চাষের অনুমোদন দিল মাল্টার সরকার
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৫:৩৬
প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে গাঁজার চাষ এবং ব্যক্তিগত ব্যবহারে (সেবন) অনুমোদন দিয়েছে মাল্টার সরকার। ফলে দেশটির প্রাপ্ত বয়স্করা অনুমতি পেলেন সাত গ্রাম পর্যন্ত গাঁজা বহন করার।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে মাল্টার পার্লামেন্ট এ সংক্রান্ত ভোটাভোটি অনুষ্ঠিত হয়। এতে গাঁজা উৎপাদন ও ব্যাবহারের পক্ষে ভোট দেন ৩৬ জন। বিপক্ষে ভোট পড়ে ২৭টি। দেশটির প্রধান বিরোধী দল ন্যাশনালিস্ট পার্টি বিরোধিতা করেছে আইনটির। আইন অনুযায়ী, একই সঙ্গে চাষাবাদের জন্য তারা বাড়িতে চারটি গাছ লাগাতে পারবেন। তবে জনসম্মুখ এবং শিশুদের সামনে গাঁজা সেবনকে অবৈধ করা হয়েছে।
মাল্টার ইকুয়ালেটি মন্ত্রী বোননিসি বলেন, এটি একটি ‘ঐতিহাসিক’ পদক্ষেপ। এর ফলে সীমিত আকারে গাঁজা ব্যবহারকারীরা ফৌজদারি বিচারের মুখোমুখি হওয়া থেকে বেঁচে যাবেন। একই সঙ্গে ব্যবহারকারীরা মাদক পাচারকারীদের বদলে নিজেরাই গাঁজার উৎপাদন করতে পারবেন। যা যথেষ্ঠ নিরাপদ হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাল্টা গাঁজা চাষের অনুমোদন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।