ভারতে ৭ বছরের এক শিশুর শরীরে ধরা পড়েছে ওমিক্রন
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৫:৫৫
ভারতের পশ্চিমবঙ্গে ৭ বছরের এক শিশুর শরীরে ধরা পড়েছে করোনার নতুন ধরন ওমিক্রন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, ১১ ডিসেম্বর আবুধাবি থেকে শিশুটি তার বাবা-মার সঙ্গে হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণ করে। হায়দরাবাদে দুদিন থাকার পর মঙ্গলবার (১৪ ডিসেম্বর) কলকাতায় ফেরে। তবে হায়দরাবাদেই তাদের করোনা পরীক্ষা করা হলে ওই শিশুর ওমিক্রন ধরা পড়ে। তার বাড়ি মুর্শিদাবাদের বেনিয়াগ্রামে।
এর আগে ১০ ডিসেম্বর ভারতের মহারাষ্ট্রে ৩ বছরের শিশুর ওমিক্রন ধরা পড়ে। ভারতে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে ওমিক্রন পাওয়া গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।