১১ দিনের জন্য উত্তর কোরিয়ায় হাসি-কান্না নিষিদ্ধ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:০৩

১১ দিনের জন্য উত্তর কোরিয়ায় হাসি-কান্না নিষিদ্ধ

উত্তর কোরিয়ায় ১১ দিনের জন্য নাগরিকদের হাসি-কান্না, মদপান ও বিনোদনমূলক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। দেশটির শীর্ষনেতা কিম জং উনের বাবা কিম জং ইলের ১০তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দেওয়া হয়েছে এই নির্দেশনা।

উত্তর কোরিয়ার এক নাগরিকের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক গণমাধ্যম বলেছে, ‘শোক পালনের সময় আমাদের অবশ্যই মদপান, হাসি কিংবা বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা উচিত নয়। রাষ্ট্রীয় এই শোক পালনের সময় কোনো নাগরিকের স্বজন মারা গেলে জোরে কান্না করার ওপরও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। রাষ্ট্রীয় শোক পালন শেষ হওয়ার পর ওই মৃতদেহ বাড়ি থেকে বের করতে দেওয়া হবে, এর আগে নয়।

তিনি আরো বলেন, ‘শোক পালনের দিনগুলোতে কারো জন্মদিন হলে তাও উদযাপন করা যাবে না’ বলে নির্দেশনা দেওয়া হয়েছে। অতীতের দিনগুলোতে শোকের সময় মদ্যপান বা নেশা করেছিল এমন অনেককে গ্রেপ্তার করা হয়েছিল এবং আদর্শিক অপরাধী হিসাবে গণ্য করা হয়েছিল। তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আর কখনও দেখা যায়নি।’

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top