অ্যামাজনকে সিসিআই'র ২০০ কোটি রুপি জরিমানা
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২১, ০৩:১৫
ছাড়পত্র পেতে তথ্য গোপন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা করলো ভারতের প্রতিযোগিতা কমিশন (সিসিআই)। এছাড়া দেশটির ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সাথেও অ্যামাজনের দুই বছরের পুরোনো চুক্তিকে স্থগিত ঘোষণা করেছে সিসিআই।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সিসিআই জানিয়েছে, একাধিক নিয়ম লঙ্ঘন করে তথ্য গোপন করার কারণে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অ্যামাজনের সঙ্গে স্থগিত থাকবে ফিউচার কুপনসের চুক্তি। অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানার কারণ ব্যাখ্যা করে সিসিআই জানিয়েছে, ইচ্ছাকৃতভাবে তথ্য গোপন করেছে অ্যামাজন, যাতে প্রতিযোগিতা কমিশনের ছাড়পত্র পেতে সমস্যা না হয়। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। এই সময়ের মধ্যে ওই চুক্তিপত্র আবার খতিয়ে দেখবে সিসিআই। ততদিন পর্যন্ত প্রতিষ্ঠানটির সঙ্গে সকল চুক্তি স্থগিত থাকবে।
অ্যামাজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ভারতের সিসিআইয়ের এই সংক্রান্ত নির্দেশনামা পড়ে দেখছে তারা। তারপর পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।