কড়া নিরাপত্তায় কলকাতার পৌরসভা নির্বাচন শুরু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০০:২০
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় স্থানীয় সময় রবিবার সকাল ৭টা থেকে পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।
নির্বাচন হচ্ছে ইভিএমের সাহায্যে। ভোট গণনা হবে ২১ ডিসেম্বর। মোট ১৪৪টি ওয়ার্ডের ৪ হাজার ৯৫৯টি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলছে। এবার কলকাতা পৌর নির্বাচনে প্রার্থীর সংখ্যা মোট ৯৫০ জন। কলকাতাবাসী এবার বোতাম টিপে ১৪৪ কাউন্সিলরকে বেছে নেবেন। মোট ভোটার সংখ্যা ৪০ লাখ ৪৮ হাজার ৩৫৭ জন।
সকাল থেকেই বেশ কয়েকটি কেন্দ্রে সহিংতার খবর পাওয়া গেছে। কড়া নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছেন ২৩ হাজার ৫০০ জওয়ান। তাদের মধ্যে ১১ হাজার সশস্ত্র নিরাপত্তাকর্মী। নিরাপত্তার দায়িত্ব সামলাচ্ছে কলকাতা পুলিশ, রাজ্যপুলিশ ও রাজ্যের সশস্ত্র বাহিনী।
কলকাতা মহানগরীতে মোট স্পর্শকাতর কেন্দ্রের সংখ্যা ১ হাজার ১৩৯টি। প্রতিটি ভোটকেন্দ্রের ২০০ মিটার পর্যন্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: কলকাতা পৌরসভা নির্বাচন ভারত
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।