পাকিস্তানকে সমর্থন করায়

২ মাস কারাগারে বন্দি ভারতীয় যুবক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০১:৫১

পাকিস্তানকে সমর্থন করায় ২ মাস কারাগারে ভারতীয় যুবক

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয় উদযাপন করায় শওকাত আহমেদ ঘানাই নামে এক ভারতীয় ছাত্রকে প্রায় দুই মাস ধরে আটক রাখা হয়েছে আগ্রার একটি কারাগারে। জানা গেছে, ২৪ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে শওকত পাকিস্তানকে সমর্থন করেন। শওকত আগ্রার একটি কলেজের ছাত্র।

ভারতীয় সংবাদ মাধ্যম অনুযায়ী, ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালে শওকত তাঁর দুই বন্ধু ইনায়েত ও আরশহিদের সঙ্গে ওয়াটসঅ্যাপে খেলা প্রসঙ্গে কিছু ম্যাসেজ আদান প্রদান করেন। ম্যাসেজের একটিতে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক আজম খানকে ব্যাট আকাশের দিকে তুলে ধরতে দেখা যায়। এরপরই তাদের আটক করা হয়। আটককৃত ছাত্রদের বিরুদ্ধে নিজে কলেজে পাকিস্তানের পক্ষে স্লোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

তবে রাজা বালওয়ান্ত সিং ম্যানেজমেন্ট টেকনিক্যাল ক্যাম্পাস জানায়, তাদের কোনো ছাত্রই পাকিস্তানের পক্ষে কলেজে কোনো স্লোগান বা এই জাতীয় কোনো কর্মকাণ্ডে জড়িত নয়। এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ইয়োগি আদিত্যনাথ বলেন, যেসব ভারতীয় নাগরিক পাকিস্তানকে সমর্থন করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top