গুয়াতেমালার জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১২

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১, ০১:২০

গুয়াতেমালার জমি নিয়ে বিরোধের জেরে নিহত ১২

গুয়াতেমালার পশ্চিমাঞ্চলে জমি নিয়ে বিরোধের জেরে নিহত হয়েছেন সংঘর্ষে ১২ জন।

স্থানীয় সময় শনিবার (১৮ ডিসেম্বর) দেশটির রাজধানী থেকে ১৫৫ কিলোমিটার দূরে চিকুইক্স গ্রামে ঘটে এ ঘটনা। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দীর্ঘদিন ধরে চলে আসা জমি সংক্রান্ত বিরোধের জেরে দুটি পৌরসভার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহত ১২ জনের মধ্যে ৩ শিশু, একজন করে নারী ও পুলিশ রয়েছেন।

উল্লেখ্য, ১৮২১ সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর করে গুয়াতেমালা। কিন্তু বছরের পর বছর ধরে এই অঞ্চলের মানুষদের মধ্যে ভূমি নিয়ে ঝগড়া-বিবাদ চলে আসছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top