শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

ক্রিসমাসে ওমিক্রন ছড়ানোর আশঙ্কা করছে বিশেজ্ঞরা

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২১, ০১:২৩

ক্রিসমাসে ওমিক্রন ছড়ানোর আশঙ্কা করছে বিশেজ্ঞরা

মহামারি করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছেই। ঊর্ধ্বমুখী সংক্রমণের এমন পরিস্থিতিতে আসন্ন ক্রিসমাস উৎসবে ঘোরাঘুরিতে আশঙ্কা করা হচ্ছে ‘ওমিক্রন’ ভ্যারিয়েন্টের সংক্রমণ অতি দ্রুত ছড়াবে।

হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের অন্যতম সদস্য ফাউসি জোর দিয়ে বলেছেন, ‘ওমিক্রন দ্রুত ছড়ায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটি এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। আসন্ন ক্রিসমাসে ভ্রমণ বাড়বে। ফলে ওমিক্রন ভ্যারিয়েন্টও দ্রুত ছড়িয়ে পড়তে পারে।’ স্থানীয় সময় রবিবার (১৯ ডিসেম্বর) এনবিসি আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে সংক্রামক রোগ বিশেষজ্ঞ ফাউসি এসব কথা বলেন।

অ্যান্থনি ফাউসি বলেন, ‘যুক্তরাষ্ট্রেও ওমিক্রনের দ্রুত বিস্তার ঘটছে, যা বিভিন্ন রাজ্যের স্বাস্থ্যসেবার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। হাসপাতালগুলোর দিকে তাকালে দেখা যাবে, তাদের পর্যাপ্ত প্রস্তুতিও নেই। ফলে সংক্রমণ বাড়লে খুব চাপের মধ্যে পড়তে হবে তাদের।’


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top