এরদোগানের ভাষণে বাড়ল লিরার দাম
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২১, ০৫:০০
ডলারের বিপরীতে লিরার দাম পড়ে যাওয়ার মধ্যে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এর পর থেকে ডলারের বিপরীতে বাড়তে দেখা গেছে লিরার দাম।
সোমবার এক ঘণ্টায় ডলারের বিপরীতে লিরার দাম বেড়েছে ২২ শতাংশ আর চার ঘণ্টায় বেড়েছে ৩৩ শতাংশ। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এরদোগানের নতুন অর্থনৈতিক মডেলের ঘোষণার পর হু হু করে বাড়তে থাকে লিরার দাম। সন্ধ্যা ৭টায় এক ডলারের মুদ্রামান ছিল ১৮.৩৫ লিরা। কিন্তু রাত ৮টায় তা দাঁড়ায় ১৪.৬৫ লিরায়। এর পর রাত ১১টায় দাম দাঁড়ায় ১২.৭৫ লিরায়। মঙ্গলবার সকালে দাম আরও বেড়ে দাঁড়ায় ১১.৯১ লিরায়।
এর আগে টিভিতে দেওয়া এক ভাষণে এরদোগান জানান, ইসলামকে অনুসরণ করেই চলবেন তিনি। সে জন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন তিনি এবং পেনশন তহবিলে আরও অর্থ দেবেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।