মাদাগাস্কারে কার্গো নৌকডুবিতে নিহত বেড়ে ৮৩
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০১:৪৮
আফ্রিকার দেশ মাদাগাস্কারের উত্তরপূর্বাঞ্চল উপকূলে পরিবহন নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮৩ জনে পৌঁছেছে। বুধবার (২২ ডিসেম্বর) দেশটির সামুদ্রিক সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে নৌকাটি ডুবে যায়। এই ঘটনায় এখনও আরও পাঁচ জন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে তল্লাশি চলছে।
মাদাগাস্কারের সমুদ্র এবং নদী বন্দর কর্তৃপক্ষের (এপিএমএফ) পরিচালক ম্যামি রান্দ্রিয়ানাভোনি জানান, নৌকাটির যাত্রী পরিবহনের অনুমতি ছিল না। অতিরিক্ত বোঝাই নৌকাটির ইঞ্জিনে পানি ঢুকে পড়লে সোমবার (২০ ডিসেম্বর) এটি ডুবে যায়।
এদিকে মাদাগাস্কারের মেরিটাইম কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারের এই নৌকাডুবির ঘটনায় বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। এছাড়া এ ঘটনায় এখনও পাঁচজন নিখোঁজ থাকলেও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার ও তল্লাশি অভিযান বন্ধ রয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।