মধ্যপ্রাচ্যে রোজা শুরু ২ এপ্রিল
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০২:৪০
মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আসছে বছরের ২ এপ্রিল। মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউটের বরাতে বুধবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক একটি সংবাদমাধ্যম।
মিশরীয় জোতির্বিদরা জানিয়েছেন, ২০২২ সালের ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। ওইদিন সন্ধ্যাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে। সেক্ষেত্রে রোজা শুরু হবে ২ এপ্রিল থেকে।
আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভর করেই আরবি মাসের শুরু ও শেষ। এ কারণে আরবি মাসের শুরুর বিষয়ে পুরোপুরি নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: মাহে রমজান রমজান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।