পাঞ্জাবের লুধিয়ানার আদালতে বিস্ফোরণে নিহত ২
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২১, ০৪:৪২
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের একটি আদালত ভবনে বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২ জন। এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন; যাদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পাঞ্জাবের লুধিয়ানা জেলার আদালত ভবনের ভেতরে বিস্ফোরণে দু’জন নিহত ও আহত হয়েছেন আরও চারজন গুরুতর। লুধিয়ানা শহরের কেন্দ্রে জেলা কমিশনারের কার্যালয়ের পাশেই আদালত ভবনের অবস্থান। স্থানীয় সময় বেলা ১২টা ২২ মিনিটের দিকে আদালত ভবনের দুই তলার বাথরুমে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে তীব্রতার মাত্রা ছিল অনেক বেশি। যে কারণে বাথরুমের দেওয়াল এবং আশপাশের কক্ষের জানালার কাঁচ ভেঙে পড়েছে।
বিস্ফোরণের পর ওই ভবনের সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশ ওই এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি দেখা গেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ভারত পাঞ্জাব আদালতে বিস্ফোরণ লুধিয়ানা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।