ওমিক্রনে জার্মানিতে প্রথম মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ০০:৫১
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে জার্মানিতে প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির বয়স ৬০ থেকে ৭৯ বছরের মধ্যে বলে জানা গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দেশটির রবার্ট কচ ইনস্টিটিউট ফর ইনফেকশাস ডিজিজ (আরকেআই) এ তথ্য নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত দেশটিতে তিন হাজার একশ ৯৮ জনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। ২৫ শতাংশ বেড়েছে বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে। ওমিক্রনে শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৮ জন।
বড়দিনের উৎসবে ওমিক্রন আরও বেশি ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ফলে ওমিক্রন ঠেকাতে বিধিনিষেধ পুনরায় কঠোরভাবে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে দেশটি। ২৮ ডিসেম্বর থেকে ১০ জনের বেশি লোক ব্যক্তিগত কাজে একত্র হতে পারবেন না। বন্ধ থাকবে নাইট ক্লাবগুলো।
এনএফ৭১/এমএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।