শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

দ. আফ্রিকান দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১, ২৩:৩২

দ. আফ্রিকান দেশগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ঠেকাতে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ওপর আরোপ করা ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ ডিসেম্বর) হোয়াইট হাউজের সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন শনাক্তের জেরে এর আগে ২৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, নামিবিয়া, লেসোথো, এসওয়াতিনি, মোজাম্বিক ও মালাউইর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে বাইডেন প্রশাসন। এর ফলে আগের ১৪ দিনের মধ্যে এসব দেশে অবস্থান করা প্রায় সব বিদেশি নাগরিকের যুক্তরাষ্ট্রে প্রবেশ বন্ধ হয়ে যায়।

হোয়াইট হাউজের মুখপাত্র কেভিন মুনোজ এক টুইটে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দক্ষিণ আফ্রিকান দেশগুলোর ওপর আরোপ করা সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছেন। এ সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top