কঙ্গোতে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৫
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০০:৩৬
আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর একটি রেস্টুরেন্টে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচজন। স্থানীয় সময় শনিবার (২৫ ডিসেম্বর) দেশটির পূর্বাঞ্চলের শহর বেনিতে এ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হামলাকারীও মারা গেছেন।
দেশটির আঞ্চলিক গভর্নরের মুখপাত্র জেনারেল একেনজে সিলভাইন এক বিবৃতিতে জানান, একটি জনবহুল বারের ভেতরে আত্মঘাতী বোমা হামলাকারীরা প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। এসময় গেটের সামনেই এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিস্ফোরণে ছয়জন নিহত ও আহত হয়েছেন ১৪ জন। তাদের মধ্যে দুইজন স্থানীয় কর্মকর্তাও রয়েছেন। আরও কয়েকটি সূত্রে জানা গেছে, হামলায় নিহতদের মধ্যে রয়েছে দুই শিশুও।
সেদিন ওই রেস্টুরেন্টে বড়দিন উপলক্ষে ৩০ জনের মতো মানুষ গিয়েছিলেন। এতে হামলা চালানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বেনি শহরের মেয়র নার্সিস মুতেবা কাশালে বলেন, শহরের কেন্দ্রে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। নিরাপত্তার জন্য, আমি জনগণকে বাড়িতে থাকতে অনুরোধ করছি।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।