বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:২২
টানা চার সপ্তাহ সোনার দাম কমার পর আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহ ধরে ফের বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম। সবশেষ সপ্তাহে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ। রূপা বেড়েছে ২ দশমিক ৬৫ শতাংশ।
এদিকে, আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহ সোনার দাম বাড়লেও দেশের বাজারে বাড়েনি। এ বিষয়ে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি। দাম বাড়ার ধারা অব্যাহত থাকলে দেশের বাজারে সোনার দাম বাড়ানো হবে।
আন্তর্জাতিক বাজারে গত সপ্তাহ প্রতি আউন্স সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ২১ ডলার বা শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। এতে সপ্তাহের ব্যবধানে সোনার দাম বেড়েছে শূন্য দশমিক ৫৮ শতাংশ বা ১০ দশমিক ২৮ ডলার। ফলে প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮০৮ দশমিক ১২ ডলার। এর মাধ্যমে টানা দুই সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম বাড়ল ২৫ দশমিক ৫৪ ডলার।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।