উইন্ডসর প্রাসাদ থেকে অস্ত্রসহ এক বহিরাগত ব্যক্তি আটক
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:২৭
খ্রিস্টান ধর্মাবম্বীদের ক্রিসমাস উৎসব চলাকালে যুক্তরাজ্যের উইন্ডসর রাজ প্রাসাদ থেকে অস্ত্রসহ এক বহিরাগত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতের কাছ থেকে কি ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে সে বিয়য়ে কিছু জানায়নি পুলিশ।
শনিবার (২৫ ডিসেম্বর) ব্রিটিশ পুলিশ জানায়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ১৯ বছর বয়সী ওই ব্যক্তি প্রাসাদ প্রাঙ্গনে প্রবেশ করে। এ সময় তাকে আটক করা হয়। পুলিশ আরো জানায়, আটককৃত ব্যক্তি সাউদহ্যাম্পটন শহরের বাসিন্দা। তার সম্পর্কে জানানো হয়েছে রাজ প্রাসাদটিতে বসবাসকারী রাজ পরিবারের সদস্যদের।
টেমস ভ্যালি পুলিশ সুপার রেবেকা মিয়ার্স বলেন, তদন্ত চলছে এবং আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখতে মেট্রোপলিটন পুলিশের সঙ্গে কাজ করছি। জানা গেছে, এ বছর রানী এলিজাবেথ তার স্যান্ড্রিংহাম এস্টেটে বড় দিনের উৎসব কাটানোর পরিবর্তে রয়েছেন উইন্ডসর ক্যাসেলে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: ক্রিসমাস উইন্ডসর রানী এলিজাবেথ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।