শান্তিতে নোবেল জয়ী দ. আফ্রিকার আর্চবিশপের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০১:৩৯

শান্তিতে নোবেল জয়ী দ. আফ্রিকার আর্চবিশপের মৃত্যু

শান্তিতে নোবেল জয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসান ঘটানোর পেছনে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে আর্চবিশপ ডেসমন্ড টুটুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়, আমাদেরকে স্বাধীন আফ্রিকা পেতে যারা সাহায্য করেছেন তাদের মধ্যে অন্যতম একজনকে হারালাম আমরা। নিজ দেশ এবং দেশের বাইরেও অন্যতম পরিচিত মুখ ছিলেন আর্চবিশপ ডেসমন্ড টুটু। শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে তার কণ্ঠস্বর সব সময়ই সোচ্চার ছিল।

আর্চবিশপ টুটু দক্ষিণ আফ্রিকার নৈতিক কম্পাস হিসেবে পরিচিত। ১৯৭০-র দশকে তরুণ যাজক হিসেবে বর্ণবাদী শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত সমালোচনামুখর। পরে ১৯৮৬ সালে তিনি কেপটাউনে এসে আর্চবিশপ হন। এর প্রায় এক দশক পর তিনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। কমিশনের কাজ ছিলো বর্ণবাদী যুগের অপরাধ তদন্ত করা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top