মিয়ানমারে সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিখোঁজ

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১, ০৩:২৫

মিয়ানমারে সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিখোঁজ

সম্প্রতি মিয়ানমারে যুক্তরাজ্যভিত্তিক একটি আর্ন্তজাতিক বেসরকারি সংস্থা, সেভ দ্য চিলড্রেনের দুই কর্মী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। দেশটিতে দ্বন্দ্ব সংঘাতে বিধ্বস্ত কায়া রাজ্যে জান্তা সরকারের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নারী ও শিশুসহ ৩০ জনকে পুড়িয়ে মারার অভিযোগ আসার পরপরই কর্মী নিখোঁজের এ খবর জানালো সংস্থাটি।

এক বিবৃতিতে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, মিয়ানমারের পূর্বাঞ্চলের একটি রাজ্যে সহিংসতায় নারী-শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৫ জন। একই সময়ে তাদের দুইজন কর্মীকে ‘‘আটক’’ করা হয়েছিল। কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের। তারা ‘‘নিশ্চিত হতে পেরেছে যে তাদের ব্যক্তিগত গাড়িতে হামলা করা হয়েছে এবং পুড়িয়ে দেওয়া হয়েছে”। এ ঘটনার পর বিভিন্ন এলাকায় স্থগিত করা হয়েছে তাদের কার্যক্রম।

সেভ দ্য চিলড্রেন-এর প্রধান নির্বাহী ইনগার অ্যাশিং এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। তিনি আরও বলেন, নিরীহ বেসামরিক নাগরিক এবং আমাদের কর্মীদের বিরুদ্ধে চালানো সহিংসতায় আমরা আতঙ্কিত।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top