বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইসোলেশনে

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০১:১১

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আইসোলেশনে

রবিবার থেকে আইসোলেশনে রাখা হয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটকে। এখন তাকে কোভিড-১৯ পিসিআর টেস্টের ফলের জন্য নিজ বাড়িতে অপেক্ষা করতে হচ্ছে। তার ১৪ বছর বয়সি মেয়ের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

রবিবার সকালের দিকে মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের জন্য বেনেট অধিকৃত গোলান মালভূমিতে যান এবং মেয়ের করোনা পজিটিভ হওয়ার খবর শুনে দ্রুত সেখান থেকে বাসায় ফিরে যান তিনি। করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার পরও ইসরাইলে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ওমিক্রন।

বেনেটের অফিস থেকে জানানো হয়েছে, তার মেয়েকে কোভিড ১৯-এর টিকা দেওয়া হয়েছে। তবে সে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টে নাকি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে তা পরিষ্কার করেনি বেনেটের অফিস। এদিকে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে বেনেট ও অন্য সদস্যরা র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান এবং তাতে সবাই নেগেটিভ বলে চিহ্নিত হন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top