অস্ট্রেলিয়ায় ওমিক্রনে প্রথম একজনের মৃত্যু
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০৩:৪৫
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে অস্ট্রেলিয়ায় প্রথম একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় সোমবার (২৭ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। তবে দেশটিতে করোনা সংক্রমণ বাড়লেও হাসপাতালে ভর্তির হার কম বলে জানিয়েছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, ওমিক্রন অতিসংক্রামক ধরন। দেশটির সীমান্ত ঢিলেঢালা করার পর এবং কোয়ারেন্টাইন ব্যবস্থা তুলে নেওয়ার পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গেছে। কর্তৃপক্ষ ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তবে জানা গেছে, ওমিক্রনে মারা যাওয়া ওই ব্যক্তির বয়স ৮০। সিডনি হাসপাতালে মারা গেছেন তিনি।
মহামারি বিশেষজ্ঞ ক্রিস্টিন সেলভি বলেছেন, নিউ সাউথ ওয়েলসে ওমিক্রনে এটি প্রথম মৃত্যুর ঘটনা। যেটি উদ্বেগের কারণ এবং সতর্ক হওয়া জরুরি। এদিকে নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়ার ২৫ লাখ মানুষ ঘরে থাকার বিধিনিষেধ পালন করছেন এখন। তারপরও দেশটিতে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: করোনাভাইরাস ওমিক্রন অস্ট্রেলিয়া
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।