ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার দুই সেনার মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০০:৪১

ইসরাইলি বিমান হামলায় সিরিয়ার দুই সেনার মৃত্যু

ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন সিরিয়ার আহত সরকারপন্থি দুই সেনা। যুক্তরাজ্যভিত্তিক যুদ্ধপর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের অনুযায়ী, মঙ্গলবার ভোরে ইসরাইল সিরিয়ার লাটাকিয়া বন্দরে বিমান চালায়। এতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদপন্থি পাঁচ সেনা আহত হন। পরে বুধবার লাটাকিয়ার একটি হাসপাতালে দুই সেনা মৃতুবরণ করেন। ইসরাইলি বিমান লাটাকিয়া বন্দরের ইঞ্জিন তেল এবং গাড়ির যন্ত্রাংশ রাখা কার্গোতে হামলা চালায়। তবে ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, ওই কার্গোতে অস্ত্র এবং গোলাবারুদ ছিল।

উল্লেখ্য, সিরিয়া গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ইসরাইল দেশটিতে রুটিন মাফিক বিমান হামলা চালিয়েছে। ইহুদিবাদী দেশটি প্রধানত সিরিয়ার সরকারপন্থি সেনা এবং ইরানপন্থি মিলিশিয়াদের টার্গেট করে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top