দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০১:৫১

দার্জিলিংয়ে তুষারপাতের পূর্বাভাস

দু-একদিনেই মধ্যেই তুষারপাতের আনন্দ উপভোগ করতে পারবেন ভারতের দার্জিলিংয়ে যাওয়া পর্যটকরা। আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে বৃহস্পতিবার থেকে নামবে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। ফলে পাহাড়ে শীতের কামড় বাড়বে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার সকাল থেকে দার্জিলিংয়ের পাশাপাশি শিলিগুড়িতে এক ধাক্কায় নামলো তাপমাত্রার পারদ। এদিন সকাল থেকে মেল সোনার রেলস্টেশন, দার্জিলিংয়ের টাইগার হিলসহ শহরের প্রধান জায়গায় তুষারের চাদরে ঢাকে পড়ে। এছাড়া শিলিগুড়িতেও শুরু হয়েছে হালকা ঝিরঝির বৃষ্টি।

উত্তরবঙ্গের পাহাড়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য খুশির খবর জানিয়ে উত্তর-পূর্ব ভারতের আঞ্চলিক আবহাওয়া দপ্তরের কর্মকর্তা গোপীনাথ রাহার জানান, আগামীকাল পাহাড়ে দার্জিলিংয়ে তুষারপাত হবে। তবে শুক্রবার থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রূপ নেবে। পাশাপাশি শুক্রবার থেকে শিলিগুড়ি শহর ঢাকবে ঘন কুয়াশায়। সেই সঙ্গে বাড়বে শীতের প্রকোপ।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: তুষারপাত


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top