বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনাকারী এক যুবক আটক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ০৫:২৬

মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনাকারী এক যুবক আটক

প্রেসিডেন্ট জো বাইডেনসহ মার্কিন প্রশাসনের একাধিক শীর্ষ কর্মকর্তাকে হত্যার পরিকল্পনাকারী এক যুবককে আটক করা হয়েছে।

ক্যালিফোর্নিয়া থেকে অত্যাধুনিক ‘এআর-১৫’ অস্ত্র, গোলাবারুদসহ বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে হোয়াইট হাউজের দিকে যাওয়ার পথে তাকে আটক করে পুলিশ। ওই যুবকের নাম কুয়াচুয়া ব্রিলিয়ন জিওয়ং। রুশ সংবাদমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত যুবক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে হত্যার উদ্দেশে হোয়াইট হাউজের দিকে যাচ্ছিলেন বলে স্বীকার করেছে।

পুলিশ জানিয়েছে, ২১ ডিসেম্বর আইওয়ার কাস কাউন্টি থেকে ওই যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এই বাসিন্দাকে চাকুরিচ্যুত করেন তার গ্রোসারি স্টোরের কর্তৃপক্ষ। তিনি বলেছেন, বন্দিদশা থেকে মুক্তি পেলে আবারও হোয়াইট হাউজ কর্মকর্তাদের হত্যার জন্য যা যা প্রয়োজনীয় তাই করবেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top