সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২১, ২৩:১১

সুদানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৪

সুদানে সেনাশাসন বিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ বিক্ষোভকারীর নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দেশটির রাজধানী খার্তুমে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, এদিন সেনাশাসন বিরোধী আন্দোলনে অন্তত ১০ হাজারের বেশি মানুষ প্রেসিডেন্সিয়াল প্যালেস ঘেরাও করার উদ্দেশে রওনা দিলে নিরাপত্তা বাহিনী এলোপাথাড়ি গুলি এবং টিয়ার গ্যাস ছোড়ে। একইসাথে আশপাশের শহরগুলোতেও প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেওয়াদের ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য, টানা তিন দশক ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সুদানের সেনাবাহিনী। এরপর থেকে ক্ষমতা ভাগাভাগি করে দেশটিতে শাসন করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। গত ২৫ অক্টোবর সুদানের সেনাবাহিনী অভ্যুত্থান করে রাষ্ট্রক্ষমতার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এরপর থেকেই সুদানের বিভিন্ন শহরে সেনাশাসনবিরোধী বিক্ষোভ চলছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top