২০২২ সালে করোনা নিয়ন্ত্রণে আসবে, আশা ডব্লিউএইচও প্রধানের

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২২, ২২:০৭

২০২২ সালে করোনা নিয়ন্ত্রণে আসবে, আশা ডব্লিউএইচও প্রধানের

২০২২ সালে মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব‌্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেডরস আধানম গ্রেব্রিয়াসাস। তার মতে, ‘করোনার সংক্রমণ রোধে বিশ্বের দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। তবেই ২০২২ সালে এ ভাইরাসকে পরাজিত করা সম্ভব হবে।’

বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়, নতুন বছরের শুরুতে এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টিকা নিয়ে স্বার্থপর জাতীয়তাবাদী আচরণ ও কোভিড টিকার মজুদের বিষয়ে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘করোনার চিকিৎসায় এখন মানুষের হাতে অনেক উপকরণ রয়েছে। তবে টিকা প্রাপ্যতার ক্ষেত্রে যে চলমান অসমতা রয়েছে, তা বজায় থাকলে করোনা সংক্রমণ বাড়ার ঝুঁকি থাকবে।’

টেডরস আধানম বলেন, ‘আমরা যদি টিকা প্রাপ্তির অসমতা দূর করতে পারি তবেই মহামারি করোনা বিদায় নেবে।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top