আবারো মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দিয়েছে ভারত
ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২২, ০৩:০২
ভারতে আবারও মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এবারও একটি অ্যাপের মাধ্যমে নারীদের অনুমতি না নিয়ে তাদের ছবি ব্যবহার করে নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
ভারতের দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমত আরা নামে এক সাংবাদিক এ নিয়ে মামলা করার পর তদন্ত করা হচ্ছে। এ ছাড়া মহারাষ্ট্রের এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদি জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুলি বাই নামের অ্যাপটি নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে। এর আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপেও ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর ওই অ্যাপেও নারীদের অনুমতি না নিয়েই তাঁদের ছবি ব্যবহার করা হয়েছিল। এবারও ওই অ্যাপ ক্লোন করে তৈরি করা হয়েছে বুলি বাই। এমন অ্যাপে কোনো ঘটনা না ঘটলেও নারীদের হয়রানি করার জন্যই খোলা হয়।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রতিবাদ। পিটিআইএর তথ্যমতে এরই মধ্যে মাইক্রোসফটের সফটওয়্যার শেয়ারিং প্ল্যাটফর্ম গিটহাব থেকে বুলি বাই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: মুসলিম নারী ভারত India
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।