পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২, ০০:১৬

পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক

সুদানে সামরিক অভ্যুত্থানের পর রাজনৈতিক অচলাবস্থার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। রবিবার রাতে (২ জানুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে আবদাল্লা হামদক বলেন, আমি দায়িত্ব ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছি…। আবদাল্লা হামদকের এমন ঘোষণা সুদানের রাজনৈতিক ভবিষ্যতকে ঠেলে দিলো আরো গভীর অনিশ্চয়তার মধ্যে।

এর আগে, আন্তর্জাতিক চাপের মধ্যে নভেম্বরে আবদুল্লাহ হামদককে ফিরিয়ে এনে সুদানের অন্তর্বর্তীকালীন সরকার পুনর্বহাল করেছিল দেশটির সেনাবাহিনী। যদিও সম্পূর্ণ বেসামরিক সরকারের দাবীতে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা তা মেনে নেয়নি।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top