বিশ্বজুড়ে করোনার অবস্থান নিম্নমুখী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২২, ০৫:৩৩

বিশ্বজুড়ে করোনার অবস্থান নিম্নমুখী

বিশ্বে ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট লাখ ২৩ হাজার ৬১২ জন। একই সময়ে মারা গেছেন দুই হাজার ৯৫২ জন। সোমবার (৩ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৫২০ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬০ হাজার ২২২ জনে। সুস্থ হয়েছেন ২৫ কোটি ৪৫ লাখ ৪ হাজার ৬৮৪ জন।

২৪ ঘণ্টায় শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন সাড়ে ১ লাখ ৮৫ হাজার ১২২ জন। মারা গেছেন ১৬২ জন। আর দেশটি এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ কোটি ৬১ লাখ ৪২ হাজার ১৭৫ জন। মারা গেছেন আট লাখ ৪৭ হাজার ৪০৮ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষ রয়েছে যুক্তরাষ্ট্র।

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, জার্মানি, ইরান, স্পেন, ইরান ও ইতালি। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২ নম্বরে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top